Tuesday 20 January 2015

Most Important Maths Part 1 (Bangla)



সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পর্ব ১
বাস্তব সংখ্যা
০১। পর পর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে-   (৩২তম, ২৯তম বিসিএস)
     ক)৯ খ)১২ গ)১৪ ঘ)১৫
     সমাধানঃ এখানে সংখ্যা তিনটি হতে পারে যথাক্রমে ১,২,৩; ৩,৪,৫; ৫,৬,৭;.........।
           এখানে দেখা যায় সংখ্যা তিনটি ৪,৫,৬ হলেই গুণফল ১২০ হয়। এগুলোর
           যোগফল= ৪+৫+৬=১৫।
০২। ৭২ সংখাটির মোট ভাজক আছে-                           (২৬তম বিসিএস)
     ক)৯ টি খ)১০ টি গ)১১ টি ঘ)১২ টি
     সমাধানঃ ৭২ সংখ্যাটির ভাজকগুলো হল ১,২,৩,৪,৬,৮,৯,১২,১৮,২৪,৩৬,৭২= ১২ টি।
০৩। পরপর ১০ টি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল ৫৬০ হলে শেষ পাঁচটির যোগফল কত?(১৮তম বিসিএস)
     ক)৯ খ)১২ গ)১৪ ঘ)১৫
     সমাধানঃ ধরি, প্রথম সংখ্যাটি = x
           প্রথম পাঁচটি সংখ্যার যোগফল = ৫৬০
           অতএব, x+x++x++x++x+৪ = ৫৬০
           বা,   x + ১০ = ৫৬০
           বা,   x = ৫৫০
           বা,   x = ১১০
           শেষ পাঁচটি সংখ্যার যোগফল
           = x+৫+x++x++x++x+৯
           = ৫ x+৩৫
           =(৫ × ১১০)+ ৩৫ [মান বসিয়ে]
           = ৫৫০ + ৩৫
           = ৫৮৫।
০৪। একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?      (১৮তম বিসিএস)
     ক)১৬ খ)১৮ গ)২০ ঘ)২৪
     সমাধানঃ মনে করি, সংখ্যাটি ক,
           তাহলে, ৩ক + ২ক = ৯০
           বা,   ৫ক = ৯০
           অতএব, ক = ১৮।
০৫। ১২ ও ৯৬ এর মধ্যে এ (দুটি সংখ্যাসহ)কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?        (১৮তম বিসিএস)
     ক)২১ খ)২৩ গ)২৪ ঘ)২২
     সমাধানঃ ১ থেকে ৯৬ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = ৯৬÷৪= ২৪ টি
           কিন্তু, এর মধ্যে ৪ ও ৮ যা, ৪ দ্বারা বিভাজ্য
           অতএব, ১২ ও ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা = (২৪-২)= ২২টি।
০৬। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ১৯৭ হলে, সংখ্যাদ্বয় কত?      (প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০১৩)
     ক)৯৭,৯৮ খ)৯৬,৯৭ গ)৯৮,৯৯ ঘ)৯৯,১০০
     সমাধানঃ ধরি, সংখ্যাদুটি x, x+১
           শর্তমতে, (x+১)² - x² = ১৯৭
           বা,   x²+২x+১ - x² = ১৯৭
           অতএব, x=৯৮
           অতএব, সংখ্যা দুইটি ৯৮, (৯৮+১)বা, ৯৮,৯৯।

No comments:

Post a Comment